অকারণে
বানান বিশ্লেষণ: অ+ক্+আ+র্+অ+ণ্+এ
উচ্চারণ: [.কা.রো.নে] [ɔ.ka.ro.ne]

শব্দ-উৎস: সংস্কৃত कार অকার>বাংলা অকারণ> অকারণে
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ:  বিশেষণ {ভাব-বিশেষণ, ক্রিয়া-বিশেষণ}
অর্থ: বিনা কার্যকারণে।
সমার্থক শব্দাবলি: অকারণে, বিনাকারণে