অকায়া
বানান বিশ্লেষণ: অ+ক্+আ+য়্+আ
উচ্চারণ: [.কা.] [ɔ.ka.a]
শব্দ-উৎস: অ-সংস্কৃত काय কায়>প্রাকৃত কাআ>বাংলা কায়া
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষণ {নাম-বিশেষণ, গুণবাচক, ব্যক্তিবাচক, পুরুষবাচক}
অর্থ: শরীর নাই এমন (স্ত্রীলিঙ্গার্থে)।
সমার্থক শব্দাবলি: অকায়া, অনঙ্গা,
বয়বহীনা, অবিগ্রহা, অমূর্তা, অরূপা, অরূপিণী, অশরীরা, আকারহীনা, কায়াশূন্যা, কায়াহীনা, ছায়াদেহা, দেহবিহীনা, দেহশূন্যা, দেহহীনা, নিরবয়বা, নিরাকারা, নিরূপা, নৈরাকারা, বিদেহা, বিদেহিনী, বিমূর্তা, মূর্তিহীনা, রূপহীনা।