অকেশ
বানান বিশ্লেষণ:অ-ক্+এ+শ্+অ
উচ্চারণ:
ɔ.keʃ (অ.কেশ্)
শব্দ-উৎস: সংস্কৃত কেশ> বাংলা কেশ>অকেশ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষণ
অর্থ:
মাথায় কেশ (চুল) নাই বা মাথায় অল্প চুল রয়েছে এমন।
সমার্থক শব্দাবলি:

১. চুলশূন্য, কেশহীন, টাকপড়া, টেকো, ন্যাড়া
২. অল্প কেশযুক্ত।

বিপরীতার্থক শব্দ


সূত্র: