অকিলেসেঁ
বানান বিশ্লেষণ: অ+ক্+ই+ল্+এ+স্+এ+ঁ
উচ্চারণ:
ɔ.ki.le.sẽ
[অ.কি.লে.সেঁ]
শব্দ-উৎস:
সংস্কৃত
অক্লেশে>
বাংলা
অকিলেসেঁ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
পদ:
ভাব-বিশেষণ (ক্রি্য়া-বিশেষণ)
অর্থ:
বিনা ক্লেশে, বিনা পরিশ্রমে
সমার্থক শব্দাবলি:
অকিলেসেঁ,
অক্লেশে
শব্দ বিবর্তন: সর্বপ্রাচীন নমুনা ৬৫০-১২০০ খ্রিষ্টাব্দ।
এবংকার দিঢ় বাখোড় মোড়িউ
[তথ্য]।
কাহ্ন
পাদানাম।
[পদ
সংখ্যা ৯]
সূত্র:
- চর্যাগীতিকোষ। নীলরতন সেন। সাহিত্যলোক। কলকাতা। জানুয়ারি ২০০১।
- চর্যাগীতি পরিক্রমা। ড. নির্মল দাশ। দে'জ সংস্করণ। জানুয়ারি ২০০৫।
- চর্যাগীতি পাঠ। ড. মাহবুবুল হক। পাঞ্জেরী পাবলিকেশনস
লি.। জুলাই ২০০৯
- চর্যাগীতি প্রসঙ্গ। সৈয়দ আলী আহসান। মৌলি প্রকাশনী। জুন ২০০৩।