অক্লেশে
বানান বিশ্লেষণ: অ+ক্+ল্+এ+শ্+এ
উচ্চারণ: ɔ.kle.ʃe [অ.ক্লে.শে]
শব্দ-উৎস: সংস্কৃত অক্লেশ> বাংলা অক্লেশ +এ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: অ (নয়) ক্লেশ/তৎপুরুষ সমাস+এ
পদ:
ভাব-বিশেষণ (ক্রি্য়া-বিশেষণ)
অর্থ: বিনা ক্লেশে, বিনা পরিশ্রমে
সমার্থক শব্দাবলি: অকিলেসেঁ, অক্লেশে, অনায়াসে, সহজে
সূত্র: