অক্লেশ
বানান বিশ্লেষণ: অ+ক্+ল্+এ+শ্
উচ্চারণ: ɔ.kleʃ [অ.ক্লেশ্]
শব্দ-উৎস: সংস্কৃত অক্লেশ> বাংলা অক্লেশ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: অ-
ক্লিশ্ (কষ্ট পাওয়া) + অ (ঘঞ্)
১. অ (নয়) ক্লেশ/তৎপুরুষ সমাস
পদ: বিশেষ্য
অর্থ: ক্লেশের অভাব
সমার্থক শব্দাবলি: ক্লেশাভাব,  দুঃখহীনতা
বিপরীতার্থক শব্দ: ক্লেশ

২. অ (নাই) ক্লেশ যাহার/নঞ্ বহুব্রীহি সমাস
পদ: বিশেষণ
অর্থ: যাতে কোনো ক্লেশ নাই
সমার্থক শব্দাবলি: ক্লেশহীন,  দুঃখশূন্য, দুঃখহীন
বিপরীতার্থক শব্দ:

সূত্র: