অকর্মভোগ
বানান বিশ্লেষণ: অ+ক্+অ+র্+ম্+অ++ও+গ্+অ
উচ্চারণ: [অ.কর্‌ম্‌.মো.ভোগ্] [ɔ.kɔrm.og]
শব্দ-উৎস: সংস্কৃত र्म्मभोग (অকর্ম্মভোগ)>বাংলা অকর্মভোগ।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষ্য
অর্থ: হিন্দু ধর্মমতে জাগতিক দুঃখ-কষ্ট হতে নিজেকে রক্ষা করাকে অকর্মভোগ বলা হয়