অকরণী
বানান বিশ্লেষণ: অ+ক্+অ+র্+অ+ণ্+ণী
উচ্চারণ: [অ.ক.রো.নি] [ɔ.kɔ.ro.ni]
শব্দ-উৎস: সংস্কৃত करणी (অকরণী)>বাংলা অকরণী

রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষ্য

অর্থ: গণিতে ব্যবহৃত পারিভাষিক শব্দ। বর্গমূল নির্ণয়ের সময়ে যার কোনো ভাগশেষ থাকে না এমন রাশিকে অকরণী বলা হয়। যেমন ৪৯=৭

ইংরেজি: a rational quantity or number