অকষ্ট
বানান বিশ্লেষণ: অ+ক্+অ+ষ্+ট্+অ
উচ্চারণ: [.কশ্‌.টো] [ɔ.kɔʃ.ʈo]
শব্দ-উৎস: সংস্কৃত
ष्ट ( অকষ্ট)>বাংলা অকষ্ট
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

অ-কষ্ট {কষ্ (নিপীড়িত হওয়া) + ত (ক্ত), ভাববাচ্য}
১.
অ (ন) কষ্ট)/নঞ্ তৎপুরুষ সমাস
পদ:
বিশেষ্য
অর্থ: যা কষ্ট নয়।
সমার্থক শব্দাবলি: অকষ্ট, স্বাচ্ছন্দ্য

২. অ (নাই) কষ্ট যাহার
/নঞ্ বহুব্রীহি সমাস
পদ: বিশেষণ {নাম-বিশেষণ, গুণবাচক}
অর্থ: যার কষ্ট নাই এমন।
সমার্থক শব্দাবলি: অকষ্ট, কষ্টহীন, ক্লেশহীন।

বিপরীতার্থক শব্দ: কষ্ট (ভাবার্থে)