অক্রুরতা
বানান বিশ্লেষণ: অ-ক্+র্+উ+র্+অ+ত্+আ
উচ্চারণ:
ɔk.kru.ro..t̪a [অক্.ক্রু.রো.তা]
শব্দ-উৎস: সংস্কৃত অক্রুরতা> বাংলা অক্রুরতা
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
পদ: বিশেষ্য
অর্থ:

১. সরল দশা, যার দ্বারা সারল্য প্রকাশিত হয়।
সমার্থক শব্দাবলি: সরলতা,
অকপটতা

২. অসৎ দশা, যা কৃত্রিম বা মিথ্যাকে প্রকাশ করে না
সমার্থক শব্দাবলি: সততা,
অকপটতা

বিপরীতার্থক শব্দ: