অংহসঙ্ঘ

বানান বিশ্লেষণ: অ+ং+হ্+অ+স্+অ+ঙ্+ঘ্+অ
উচ্চারণ : oŋ.ɦo.ʃɔŋ.gʰo
(ঙ্‌.হো.শঙ্.ঘো)।

অঙ্.হো [অং এবং হো ধ্বনি দুটি একাক্ষর হিসেবে উচ্চারিত হয়]
সঙ্.ঘো [সং বাংলা উচ্চারণে শঙ্ হয়। শেষের ঘ ধ্বনি ঘো হিসেবে উচ্চারিত হয়।]

শব্দ-উৎস: সংস্কৃত अंससंघ অংহসসংঘ>প্রাকৃত অংহসংঘ>বাংলা অংহসংঘ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { পাপ | বিধি লঙ্ঘনকরণ | মনুষ্য কার্যক্রম | ঘটিত বিষয় | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}
অর্থ:
ধর্মতত্ত্বের বিচারে ঈশ্বরের ইচ্ছা বা আইনের লঙ্ঘন হয় এমন বিষয়সমূহ।
সমার্থক শব্দাবলি: অংহসংঘ,
পাপরাশি


সূত্র: