অংসারূঢ়
বানান বিশ্লেষণ : অ+ং+স্+আ+র্+ঊ+ঢ়্+অ
উচ্চারণ:
ɔŋ.ʃa.ru.ɽʰo (অঙ্‌.শা.রু.ঢ়ো)

অঙ্.শা.রু.ঢ়ো [ং-যুক্ত অ ধ্বনি একাক্ষর অং তৈরি করে। বাংলাতে সা ধ্বনি শা-এর মতো উচ্চারিত হয়। অবশিষ্ট দুটি  রূ হবে রু এবং  ঢ় হবে ঢ়ো]

শব্দ-উৎস: সংস্কৃত अंसारूढ অংসারূঢ়>বাংলা অংসারূঢ়

রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

অর্থ: কাঁধে পতিত বা আরোপিত।
সমার্থক শব্দাবলি: অংসারূঢ়,
স্কন্ধপতিত, স্কন্ধারূঢ়


সূত্র :