অংস্বরূপা
বানান বিশ্লেষণ: অ+ং+শ্+++্+ঊ+প্+আ
উচ্চারণ:
ɔŋʃ.ʃo.ru.pa (অঙ্‌.শো.রু.পা)।

অঙ্‌.শো.রু.পা [স্ব ধ্বনি শ্.শো ধ্বনিতে বিভাজিত হয়। আগের অং ধ্বনির সাথে শ্ ধ্বনি যুক্ত হয়ে অংশ্ ধ্বনি তৈরি করে। পরবর্তী ধ্বনিগুলো যথাক্রমে শো.রু.পা হিসেবে উচ্চারিত হয়।]

শব্দ-উৎস: সংস্কৃত अंस्वरूपा (অংস্বরূপা)>বাংলা অংস্বরূপা
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: অম্- অম্-স্ব (নিজ) রূপ {
Öরূপ্ (রূপযুক্ত করা) +অ (অচ্), কর্মবাচ্য}+আ (টাপ্), স্ত্রীলিঙ্গ।
পদ:

১.বিশেষণ {নাম-বিশেষণ, গুণবাচক, ব্যক্তিবাচক, স্ত্রীবাচক}
অর্থ: যা সূক্ষ্মরূপযুক্তা।

সমার্থক শব্দাবলি: অংরূপিণী,  অণুরূপা, অংস্বরূপা, বিন্দুরূপ

২.
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {| দৈবসত্তা | আধ্যাত্মিক সত্তা | বিশ্বাস | ্রজ্ঞা | জ্ঞান | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}
অর্থ: অম্ (সূক্ষ্ম) রূপযুক্তা এই অর্থে  যোগমায়াকে এই নামে অভিহিত করা হয়। [দেখুন : যোগমায়া (পৌরাণিক কোষ)]
সমার্থক শব্দাবলি:
অংরূপিণী,  অণুরূপা, বিন্দুরূপ, যোগমায়া


সূত্র :