অন্বিতা
বানান বিশ্লেষণ: অ+ন্+ব্+ই+ত্+আ
উচ্চারণ: [ওন্.নি.তা]
[on.ni.t̪a]
শব্দ-উৎস:
সংস্কৃত
অন্বিতা>
বাংলা অন্বিতা
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
অনু- √ই
(গমন করা)+
ত (ক্ত)+
আ (টাপ্)
পদ:
বিশেষণ
অর্থ: যা মোহিত করে এবং গভীরভাবে আকর্ষণ করে। এই উভয় ক্রিয়ার দ্বারা
সৃষ্ট আসক্তি। এই অর্থে 'পর' শব্দ স্বাধীনভাবে ব্যবহৃত হয় না। যুক্তশব্দের
পরপদে বসে এবং এবং পূর্বপদকে বিশেষিত করে। স্ত্রীলিঙ্গার্থে এই শব্দ পরপদে
ব্যবহৃত হয়।
সমার্থক শব্দাবলি:
আসক্তা, নিরতা, নিষ্ঠা,
পরা, পরায়ণা
বিপরীতার্থক শব্দ:
- পুংলিঙ্গার্থে [স্ত্রীলিঙ্গার্থে]
যুক্তশব্দ: