অংশুমালিনী
বানান বিশ্লেষণ:
অ+ং+শ্+উ+ম্+আ+ল্+ই+ন্+ঈ
উচ্চারণ :
oŋ.ʃu.ma.li.ni
(ওঙ্.শু.মা.লি.নি)।
ওঙ্. শু [পরবর্তী ধ্বনি উকারযুক্ত হওয়ায় অং ধ্বনি ওঙ্ ধ্বনিতে পরিণত হবে। অবশিষ্ট উকারান্ত শ্ ধ্বনি একাক্ষর শু ধ্বনি তৈরি করবে]
মা.লি.নী [মা, লি এবং নি (নী>নি) তিনটি একাক্ষর হিসেবে উচ্চারিত হবে।]
শব্দ-উৎস:
সংস্কৃত
अंशुमालिनी অংশুমালিনী >বাংলা
অংশুমালিনী।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
অংশু {√অশ্ (ব্যাপ্ত হওয়া) +উ (কু), কর্তৃবাচ্য} + মালিনী {{মাল { মা +√লা (গ্রহণ করা) +অ (ক), কর্তৃবাচ্য} +ইন্ (ইনি)}+ঈ (ঈপ্)}
অংশুর মালা আছে যাহার/ব্যধিকরণ বহুব্রীহি সমাস++ঈ (ঈপ্)}
পদ:
বিশেষণ
{নাম-বিশেষণ,
গুণবাচক,
ব্যক্তিবাচক, স্ত্রীবাচক,
বহুবচন
}
সমার্থক
শব্দাবলি:
অংশুধরা,
অংশুমতী,
অংশুময়ী,
অংশুমালিনী,
অংশুযুক্তা,
অংশুলা,
আভাময়ী, উজ্জ্বলা,
কিরণবিশিষ্টা,
কিরণময়ী,
কিরণযুক্তা,
জ্যোতির্ময়ী,
জ্যোতিষ্মতী,
তেজোময়ী,
দীপ্তিমতী,
দীপ্তিময়ী,
দ্যুতিমতী,
দ্যুতিময়ী,
দেদীপ্যমতী,
প্রদীপ্তা,
প্রভাবিশিষ্টা,
প্রভাময়ী,
প্রভাযুক্তা,
প্রভাশালিনী।
বিপরীতার্থক শব্দ: অংশুমালী (পুংলিঙ্গার্থে)
ইংরেজি: (femmale) lumininous, radiant।
সূত্র :