অংশুশিরালদেহ
বানান বিশ্লেষণ:
অ+ং+শ্+উ+শ্+ই+র্+আ+ল্+অ+দ+এ+হ্+অ
উচ্চারণ: oŋ.ʃu.ʃi.ral
.e.ɦo (ওঙ্‌.শু.শি.রাল্.দে.হো)।

ওঙ্.শু [পরবর্তী ধ্বনি উকারযুক্ত হওয়ায় অং ধ্বনি ওঙ্ ধ্বনিতে পরিণত হবে এবং উকারান্ত শ্ ধ্বনি, একাক্ষর শু ধ্বনি তৈরি করবে]
শি.রাল্ [শি একাক্ষর ধ্বনি তৈরি করে। রা ধ্বনির সাথে রুদ্ধ ল্ ধ্বনি যুক্ত হয়ে একাক্ষর রাল্ ধ্বনি তৈরি করে।]
দে.হো [দে একাক্ষর ধ্বনি তৈরি করে। এর সাথে হ ধ্বনি যুক্ত হয়ে ওকারান্ত হো ধ্বনি তৈরি করে।]

শব্দ-উৎস: সংস্কৃত अंशुशिरादेह (অংশুশিরালদেহ)>বাংলা অংশুশিরা
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষ্য
অর্থ: প্রাণিজগতের Eumetazoa উপরাজ্যের প্রাণীর সাধারণ নাম। এদের দেহের শিরা কেন্দ্র থেকে বাইরের দিকে ছড়ানো থাকে।
ইংরেজি :
Radiata


সূত্র :