অনুরক্ত
বানান বিশ্লেষণ: অ+ন্+উ+র্+অ+ক্+ত্+অ
উচ্চারণ: [ও.নু.রক্.তো] [
o.nu.rɔk.t̪o]
শব্দ-উৎস: সংস্কৃত অনুরক্ত> বাংলা অনুরক্ত
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: অনু- √
রন্‌জ্ (রঞ্জিত করা)+ ত (ক্ত)}

পদ: বিশেষণ
অর্থ: যা মনোরঞ্জন করে এবং গভীরভাবে আকর্ষণ করে।
সমার্থক শব্দাবলি
: অনুরক্ত, আসক্ত, নিরত, নিষ্ঠ, পর, পরায়ণ, রত 
বিপরীতার্থক শব্দ: