নিরত
বানান বিশ্লেষণ: ন্+ই‌+র্+অ+ত্+অ
উচ্চারণ: [নি.র.তো্] [
ni.rɔ.t̪o]
শব্দ-উৎস: সংস্কৃত নিরত> বাংলা নিরত
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: নি- √রম্ (আসক্তি) + ত (ক্ত), কর্তৃবাচ্য
পদ: বিশেষণ
অর্থ: অবচ্ছিন্ন আসক্তি দ্বারা আবদ্ধ
সমার্থক শব্দাবলি: অনুরক্ত, অন্বিত,  আসক্ত, নিরত, নিষ্ঠ,
পর, পরায়ণ, রত
যুক্তশব্দ:

বিপরীতার্থক শব্দ:


সূত্র :