১. অর্থ: অবচ্ছিন্ন আসক্তি দ্বারা কোনো কিছুতে আবদ্ধ রয়েছে এমনসমার্থক শব্দাবলি: অনুরক্ত, আসক্ত, নিরত।
যুক্তশব্দ:
পরপদ: অক্রিয়ারত
২. অর্থ: কোনো চলমান প্রক্রিয়ার সাথে যুক্ত রয়েছে এমন।
সমার্থক শব্দাবলি: নিযুক্ত, লিপ্তযুক্তশব্দ:
পরপদ: কর্মরত, পাঠরত
বিপরীতার্থক শব্দ:
বিরত [ভাবার্থে]
রতা [স্ত্রীলিঙ্গার্থে]