অর্থিনী
বানান বিশ্লেষণ: অ+র্+থ্+ই+ন্+ঈ।
উচ্চারণ:
ort̪.t̪ʰi.ni (অর্‌ত্‌.থি,নি)
শব্দ-উৎস: সংস্কৃত অর্থিনী> বাংলা অর্থিনী
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: অর্থ(প্রার্থনা করা) + ইন্ (ণিনি),অর্থিন্, কর্তৃবাচ্য + ঈ (ঈপ্}
পদ: বিশেষণ
অর্থ: কোনো কিছু প্রত্যাশা করে বা চায় এমন নারী।
সমার্থক শব্দাবলি: অর্থিনী, প্রার্থিনী, যাচিকা
বিপরীতার্থক শব্দ: অর্থী (পুংলিঙ্গ)।
যুক্তশব্দ: