অউষধ
বানান বিশ্লেষণ: অ+উ+ষ্+অ+ধ্+অ
উচ্চারণ: ou.ƒɔd̪ʰ (ওউ.শধ্)

শব্দ-উৎস: সংস্কৃত ঔষধ>বাংলা ঔষধ, অউষধ  (ঔ>অউ)
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা  { | ড্রাগ | ঘটক | নিমিত্তবাচক ঘটক | দৈহিক সত্তা | সত্তা |}

অর্থ:

১. ঔষধি (রোগ নিরাময়ক বীরুৎ) থেকে জাত দ্রব্য।
সমার্থক শব্দাবলি:
অউষধ, ওষুধ, ঔষধ
 
             [সমার্থক শব্দ দেখুন :
ঔষধ]
ইংরেজি: Medicine
 

২. যা রোগের নিবারক
সমার্থক শব্দাবলি:
দাওয়া, দাওয়াই, দাবাই, রোগনিবারক, রোগ-প্রতিষেধক , রোগহর
          [সমার্থক শব্দাবলি দেখুন : ঔষধ]
ইংরেজি: Medicine


৩.
যা রোগকে নাশ করে
সমার্থক শব্দাবলি:
ব্যাধিনাশক,
রোগঘ্ন, রোগনাশক, রোগহর[সমার্থক শব্দাবলি দেখুন : ঔষধ]
উদাহরণ: সকল রোগের অউষধ আছে, হয়ো না উতলা/স্বপ্নপ্রয়াণ দ্বিজেন্দ্রনাথ ঠাকুর

ইংরেজি: Medicine


সূত্র :