১. ঊর্ধ্বক্রমবাচকতা| {ড্রাগ | |ঘটক | নিমিত্তবাচক ঘটক দৈহিক সত্তা | সত্তা |}
অর্থ: যা রোগের নিবারক।
সমার্থক শব্দাবলি: অউষধ, ওষুধ, ঔষধ
২. ঊর্ধ্বক্রমবাচকতা { । মনগত দশা । অবস্থা | সত্তাগুণ | |বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা | }
অর্থ: কালো যাদুবিদ্যায় বশীকরণ করা। জন্য ব্যবহৃত পদ্ধতি মন্ত্র বা দ্রব্যাদি । এই অর্থে ব্যবহার করা হয় 'ওষুধ করা' শব্দ।
সমার্থক শব্দাবলি: ওষুধ, তুকতাক যৌগিক শব্দ:
- শব্দরূপ:
- ১.ওষুধ করা: বশীকরণ করা অর্থে ব্যবহৃত শব্দ
সমার্থক শব্দাবলি: গুণ করা, বশীকরণ করা, বশীভূত করা।
- ২. ওষুধ দেওয়া। বশীকরণ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা। বিশেষ করে কোনো ব্যক্তিকে বশীভূত করার জন্য মন্ত্র বা এর সহায়ক বস্তু প্রদান করা।