আচরণ
বানান বিশ্লেষণ: আ+চ্+অ+র্+অ+ণ্+অ
উচ্চারণ:
a.cɔ.ron [আ.চ.রোন্]
শব্দ-উৎস: সংস্কৃত আচরণ> বাংলা আচরণ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: - চর্ (গমন করা) + অন্ (ল্যুট), ভাববাচ্য
পদ:  বিশেষ্য
অর্থ:

১. যার দ্বারা মানুষ নিজেকে অন্যের কাছে উপস্থাপন করে।
সমার্থক শব্দাবলি: আচার, আচার-আচরণ, ব্যবহার।
যুক্তশব্দ:

২. উপস্থাপনের প্রক্রিয়া
সমার্থক শব্দাবলি: অনুষ্ঠান, উপস্থাপনের প্রক্রিয়া
যুক্তশব্দ: