আদ্যজ্ঞান
বানান বিশ্লেষণ: আ+দ্+য্+ঞ্+জ+আ+ন্+অ
উচ্চারণ:
ad̪.d̪og.g̃ an (আদ্.দো.গ্যাঁন)।
শব্দ-উৎস: সংস্কৃত আদ্যজ্ঞান> বাংলা আদ্যজ্ঞান
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
পদ : বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা }

অর্থ: মানুষ তার ইন্দ্রিয় দ্বারা যখন কোনো কিছু অনুভব করে, তখন তার কাছে নতুন কিছু তথ্য প্রকাশিত হয়। এটাকে বলা যায় আদি বা প্রাথমিক অনুভব। এই অনুভবের ভিতর যে ক্ষুদ্র জ্ঞানের সৃষ্টি হয়। এই প্রাথমিক জ্ঞানই হলো অভিজ্ঞা। অভিজ্ঞা মানুষের স্মৃতিভাণ্ডারে ক্ষুদ্র ক্ষুদ্র তথ্য হিসেবে সংরক্ষিত থাকে। অভিজ্ঞার সুসমন্বয়ে সৃষ্টি হয় জ্ঞান। তাই জ্ঞানের ক্ষেত্রে অভিজ্ঞা হলো ক্ষদ্রতম মৌলিক উপাদান।
সমার্থক শব্দাবলি: অভিজ্ঞা, আদ্যজ্ঞান, প্রথমোৎপন্নজ্ঞান।

সূত্র: