আরূঢ়া
বানান বিশ্লেষণ:আ+র্+ঊ+ঢ়্+অ।
উচ্চারণ:
a.ru.ɽʰa (আ.রু.ঢ়া)
শব্দ-উৎস: সংস্কৃত আরূঢ়া> বাংলা আরূঢ়া
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: আ-
রুহ (আরোহণ করা) + ত (ক্ত) কর্তৃবাচ্য +আ (টাপ্)
পদ : বিশেষণ
অর্থ: নিচু থেকে উপরের দিকে গমন। আরোহণ করেছে এমন নারীসত্তা
সমার্থক শব্দাবলি: আরূহা, অধিষ্ঠিতা
বিপরীতার্থক শব্দ: আরূঢ় (পুংলিঙ্গারথে)
যুক্তশব্দ: হংসারুঢ়