বার=বার্ [একাক্ষর বা ধ্বনির সাথে রুদ্ধ র্ ধ্বনি যুক্ত হয়ে একাক্ষর বার্ ধ্বনি তৈরি করে।]
শব্দ-উৎস: সংস্কৃত
वार
(বার)>বাংলা
বার।
বা ফার্সি বার>বাংলা বার
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: সংস্কৃত ণিজন্ত ক্রিয়ামূল √বারি {√বৃ (বরণ করা)+ই (ণিচ)}+অ (অচ্), কর্তৃবাচ্য
পদ
:
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা
{
|
সময়
একক
|
পরিমাপ
|
বিমূর্তন
|
বিমূর্ত সত্তা
|
সত্তা
|}
অর্থ:
পৃথিবী তার নিজ অক্ষের উপর একটি আবর্তন শেষ
করতে যে সময় নেয়। এই সময় একক ২৪ ঘণ্টার সমতুল্য, যা পৃথিবীর বিচারে দিন হিসাবে
বিবেচিত হয়।
সমার্থক শব্দাবলি:
অংশক,
অহঃ
,
অহ,
অহ্ন,
দিন,
দিব, দিবস, দিবা,
বার, বাসর, রোজ।
ইংরেজি :
day, twenty-four hours, twenty-four hour period,
24-hour interval, solar day, mean solar day।
সূত্র :