বিশেষণ
বানান বিশ্লেষণ:
ব্++শ্+এ+ষ্+অ+ণ্+অ।
উচ্চারণ:
ɔbiʃeʃɔn (বি.শে.শন্)
শব্দ-উৎস: সংস্কৃত विशेषणम् (বিশেষণ)>বাংলা বিশেষণ।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: বি-
Öশিষ্ (বিশেষকরণ, অতিশয়করণ)+অন্ (ল্যুট) ভাববাচ্য
পদ: বিশেষ্য

১. ঊর্ধ্বক্রমবাচকতা  {  | মুক্ত-শ্রেণি শব্দ | শব্দ | ভাষা একক | খণ্ডিতাংশ | সম্পর্ক | বিমূর্তন | বিমূর্ত সত্ত | সত্তা |}
অর্থ: যা কোনো সত্তার বৈশিষ্ট্য (দোষ, গুণ, অবস্থা ইত্যাদি) প্রকাশ বা নির্দেশ করে।

২.
ঊর্ধ্বক্রমবাচকতা  { | পদ | ব্যাকরণগত শ্রেণি | সমগোত্রীয় সংকলন | সংকলন | দল | বিমূর্তন | বিমূর্ত-সত্ত |  | সত্তা |}
অর্থ: ব্যাকরণে নির্দেশিত পদ বিশেষ। বিশেষ্য
, সর্বনাম ও ক্রিয়াপদকে বিশেষিত করে, তাকেই বিশেষণ বলেএখানে বিশেষিত করা  হলো দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করা। [বিস্তারিত: বিশেষণ (ব্যাকরণ) ]
ইংরেজি: 
adjective (ল্যাটিন  adjicere> adjectivus> ফরাসি adjectif >ইংরেজি adjective)