বীতি
বানান বিশ্লেষণ: ব্+ঈ+ত্+ই

উচ্চারণ: bi.i  (বি.তি)।

শব্দ-উৎস: সংস্কৃত বীতি>বাংলা বীতি
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
বী (ভোজন) +তি (ক্তিন্), ভাববাচ্য

পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {| খাদ্যগ্রহণ প্রক্রিয়া | দৈহিক প্রক্রিয়া | জৈবিক প্রক্রিয়া | প্রক্রিয়া | দৈহিক সত্তা | সত্তা |}
অর্থ: জীবের নিজের খাদ্য গ্রহণে প্রক্রিয়া
সমার্থক শব্দাবলি: অন্নগ্রহণ, খাওয়া, বীতি, ভোজন।
ইংরেজি: eating

যুক্তশব্দ: