বধূ
বানান বিশ্লেষণ : ব্+অ+ধ্+উ।
উচ্চারণ:
bo.ʰu (বো.ধু)

=বো (পরবর্তী ধ্বনির সাথে উকার থাকায়, পূর্ব-ধ্বনি ব্ ওকারান্ত বো ধ্বনিতে পরিণত হয়।)

ধূ=ধু (ঊ-কারযুক্ত ধ্ ধ্বনি ধু ধ্বনিতে পরিণত হয়েছে।)

রূপতাত্ত্বিক বিশ্লেষণ: সংস্কৃত बधु (বধূ)> বাংলা বধ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

বহ্ (বহন করা) +>=>বহু>বধূ, কর্তৃবাচ্য।
বা 
বন্ধ্  (বন্ধন করা) + উ (উঙ্) , ন লোপ=বধূ। স্ত্রীলিঙ্গ।

পদ : বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা  { | নারী-ব্যক্তিসত্তা | ব্যক্তিসত্তা | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
                      {
বৈবাহিক সঙ্গী  | আত্মীয় | ব্যক্তিসত্তা | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
অর্থ:
নৃজাতির স্ত্রীসত্তা- যিনি বৈবাহিক সূত্রে দাম্পত্য জীবনে পুরুষের অংশভাগী

১. যে সংসারের ভার বহন করে, বা যে সংসার তথা স্বামীকে বন্ধন করে,  এই অর্থে- বউ, বৌ, বধূ, বহু। 
২.
নৃজাতির স্ত্রীসত্তা যিনি বৈবাহিক সূত্রে দাম্পত্য জীবনে পুরুষের অংশভাগী।
সমার্থক শব্দাবলি :
অওরত, অওরৎ, অঙ্গন,  আউরত, আওরত, আওরৎ, কলত্র, জানানা, জানি, জায়া, জেনানা, পত্নী, বউ, বধূ, বামা ৌ, ভার্যা, সহধর্মচারিণী, সহধর্মিণী, সীমন্তিনী, স্ত্রী

ইংরেজি : wife, married woman

৩. বিয়ের কনে, এই অর্থে- নববধু, নবোঢ়া, নতুন বৌ।
৪. স্ত্রীজাতীয় অর্থে- স্ত্রীপাখি (পিকবধূ), হরিণী মৃগবধূ)।