চিত্র
বানান বিশ্লেষণ:
চ্+ই+ত্+র্+অ
উচ্চারণ:
ci.t̪ro
(চিত্.ত্রো)।
শব্দ-উৎস:
সংস্কৃত
চিত্র>বাংলা
চিত্র।
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ:
√চিত্র্
(চিত্রকরণ)+
অ (অচ্),
কর্তৃবাচ্য।
পদ:
বিশেষ্য
১. ঊর্ধ্বক্রমবাচকতা {| মনুষ্য সৃষ্টিকর্ম | মানবসৃষ্টি | সমগ্র | দৈহিক লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
অর্থ: কোনো বাস্তব বা কাল্পনিক অবয়বকে কোনো প্রেক্ষাপটের উপর রেখা এবং বর্ণের মাধ্যমে উপস্থাপন করা হলে, তাকে চিত্র বলা হয়। চিত্র অঙ্কিত হতে পারে আবার ক্যামেরার সাহায্যে ধারণকৃত আলোকচিত্র হতে পারে।
ইংরেজি: picture, image, icon, ikon।
২. ঊর্ধ্বক্রমবাচকতা {}
অর্থ: নানা উপকরণে উপস্থাপিত হয় বলে, চিত্র শব্দকে বিবিধ অর্থে প্রকাশ করা হয়। বিশেষভাবে নানাবিধ বিষয় উপস্থাপিত হলে, তাকে বিচিত্র বলা হয়।
সমার্থক শব্দাবলি: চিত্র, নানাবিধ, বহুবিধ।
যুক্তশব্দ: