দিল
বানান বিশ্লেষণ: দ্+ই+ল্+অ
উচ্চারণ:[দিল্] [d̪il]
শব্দ-উৎস: ফারসি দিল>বাংলা দিল।
পদ:
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {আত্মা |
অতিপ্রাকৃতিক সত্তা |
অতিপ্রাকৃতিক বিশ্বাস |
বিশ্বাস |
প্রজ্ঞা |
জ্ঞান |
অভিজ্ঞা |
মনস্তাত্ত্বিক ঘটনা |
বিমূর্তন
|
বিমূর্ত সত্তা |
সত্তা | }
অর্থ: মনের কোনো দৈহিক সত্তা নেই তাই মন
বিমূর্ত। আমি'র বিমূর্ত কার্যকর্মে বিমূর্ত ঘটক হিসেবে মন অবস্থান করে। এই
কার্যক্রমের ভিতর দিয়ে প্রাণশক্তির প্রকাশ ঘটে। এই কারণেই মন
আত্মার (ধর্মীয়
বিশ্বাসে) বা আমির অংশ।
সমার্থক শব্দাবলি: আত্মা, দিল, মন, হৃদয়।
ইংরেজি:
Mind
।
যৌগিক শব্দাবলি:
দিল-আফরোজ,
দিলখুশ,
দিলখোলা,
দিলখোশ,
দিলদরাজ,
দিলদরিয়া,
দিলদার,
দিলমোহর।