গ্রাহিকা
বানান বিশ্লেষণ: গ্+র্+আ+হ্+অ+ক্+
উচ্চারণ:
gra.ɦi.ka (গ্রা.হি.কা)
শব্দ-উৎস: সংস্কৃত গ্রাহিক>বাংলা গ্রাহিকা।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: গ্রহ্ (গ্রহণ করা) +অক (ণ্বুল)=গ্রাহিক+আ (টাপ্)}
পদ: বিশেষণ
অর্থ:
কোনো কিছু গ্রহণ করে এমন নারী
সমার্থক শব্দাবলি: গ্রাহিকা, গ্রাহিণী
বিপরীতার্থক শব্দ:
গ্রাহক (পুংলিঙ্গে)
ইংরেজি :  who (fem.) takes something
যুক্তশব্দ: