হর্ষ
বানান বিশ্লেষণ: হ্+র্+ষ্+অ
উচ্চারণ:
ɦɔrʃ.ʃo (হর্শ্.শো)
শব্দ-উৎস:
সংস্কৃত হর্ষ> বাংলা হর্ষ।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
হৃষ্ (আনন্দ লাভ করা) অ (ঘঞ্) +ভাববাচ্য
পদ: বিশেষ্য
অর্থ:
অধিকতর স্বস্তি দ্বারা মোহিত দশার নাম।
সমার্থক: আনন্দ 
সূত্র :