কমল
বানান বিশ্লেষণ: ক্+অ+ম্+অ+ল্+অ
উচ্চারণ : kɔ.mol
(ক.মোল্)।

শব্দ-উৎস: সংস্কৃত কমল>বাংলা কমল।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: কম্ (ইচ্ছা করা, কামনা করা) + অল (অলচ্), কর্মবাচ্য
পদ: বিশেষ্য

ঊর্ধ্বক্রমবাচকতা { | স্থলপদ্ম | জলজ উদ্ভিদ | ভাস্কুলার উদ্ভিদ | উদ্ভিদ | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
অর্থ: এশিয়া মহাদেশের স্থানীয় জলজ উদ্ভিদ। সাধারণভাবে পদ্ম নামে পরিচিত।
সমার্থক শব্দাবলি: কমল, কমলিনী, পদ্ম।
ইংরেজি:
lotus, Indian lotus, sacred lotus, Nelumbo nucifera

 

সাধারণভাবে এই শব্দ বাংলা কথ্যরীতিতে একক শব্দ হিসেবে ব্যবহৃত হয় না। তবে বাংলা কাব্যে এর প্রচুর ব্যবহার লক্ষ্য করা যায়। এই শব্দটি অন্য শব্দের আগে বা পরে সমাসবদ্ধ হয়ে ব্যবহৃত হয়। যেমন-

পূর্বপদ: কমলকুমারী, কমলগন্ধি, কমলগর্ভ, কমলজ, কমলপত্রাক্ষ, কমলবদন, কমলবন, কমলযোনি, কমললোচন, কমলাকর, কমলাক্ষ, কমলায়তলোচন, কমলারি, কমলালয়, কমলাসন।
পরপদ: করকমল, নীলকমল, বদনকমল, মুখকমল, রক্তকমল, লীলাকমল, শ্রীচরণকমল, হৃদকমল, হৃদয়কমল।