কপটা
বানান বিশ্লেষণ: ক্+অ+প্+অ+ট্+আ
উচ্চারণ:
[ক.পো.টা]
[kɔ.po.ʈa]
শব্দ-উৎস:
সংস্কৃত কপটা>বাংলা কপটা।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: কপট
{√কপ্
(অসঙ্গত ব্যবহার করা) +
অট্ (অটন),
কর্তৃবাচ্য}+আ
(টাপ্)।
পদ:
বিশেষণ
অর্থ: আচরণের বিচারে যে সরল নয় এমন নারী।
সমার্থক শব্দাবলি:
অসরলা, কুটিলা
বিপরীতার্থক শব্দ: