কপট
বানান বিশ্লেষণ: ক্+অ+প্+অ+ট্+অ
উচ্চারণ: [ক.পোট্] [kɔ.poʈ]
শব্দ-উৎস: সংস্কৃত কপট>বাংলা কপট।

রূপতাত্ত্বিক বিশ্লেষণ: কপ্ (অসঙ্গত ব্যবহার করা) + অট্ (অটন), কর্তৃবাচ্য}। 
পদ:

১. বিশেষণ {নাম-বিশেষণ, গুণবাচক, ব্যক্তিবাচক, পুরুষবাচক}
অর্থ:

১.১. অসরল আচরণ করেন।
সমারথক শব্দাবলি: কপট, অসরল।

১.২. বাহ্যিকভাবে সরল ব্যবহার করে, কিন্তু এর পিছনে নিজের স্বার্থ পূরণে সচেষ্ট থাকে।
সমার্থক শব্দাবলি: কপট, প্রতারক, প্রবঞ্চক, ভণ্ড, শঠ।

১.৩. সত্যকে বিকৃত করে।
সমার্থক শব্দাবলি: অসত্য, কপট, মিথ্যা।

১.৪. যা স্বাভাবিক, তার পরিবর্তে ভিন্নতর আচরণ করে।
সমার্থক শব্দাবলি: কপট, কৃত্রিম
উদাহরণ: কপট আচরণ।

বিপরীতার্থক শব্দ:

২. বিশেষ্য
অর্থ: অসঙ্গত বা অযথাযথ আচরণ।
সমার্থক শব্দাবলি: কপট,  চাতুরী, ছল, প্রতারণা, প্রবঞ্চনা, মায়া, শঠতা।

সকল অর্থে সমার্থক শব্দাবলি: অকপট, অসত্য, অসরল, কপট, কৃত্রিম,  চাতুরী, ছল, প্রতারক, প্রবঞ্চনা, প্রবঞ্চক, ভণ্ড, মায়া, মিথ্যা, শঠ, শঠতা।

সাধিত শব্দ (প্রত্যয় ও উপসর্গ যোগে): অকপট, অকপটতা , অকপটা, অকপটিনী, অকপটী, অকপটে, কপটতা, কপটা, কপটিনী, কপটী, কাপট্য, 

যৌগিকশব্দ:অকপটচারিণী, অকপটচারী, অকপটচিত্ত, অকপটচিত্তা, অকপটচিত্তে, অকপটমন, অকপটমনে  কপটচারিণী, কপটচারী, কপটচিত্ত, কপটচিত্তা, কপটচিত্তে, কপটতাহীন, কপটতাহীনা,  কপটতাশূন্য, কপটতাশূন্যা, কপটপটু, কপটপ্রণয়, কপটপ্রবন্ধ, কপটপ্রবীণ, কপটবেশী, কপটাচরণ, কপটাচার, কপটাচারিণী, কপটাচারী, কাপটিক।


সূত্র :