কড়ি
বানান
বিশ্লেষণ:
ক্+অ+ড়্+ই।
উচ্চারণ:
ko.ɽi
(কো.ড়ি)
কো.ড়ি [ড়ি ধ্বনির ই-কারের প্রভাবে ক ধ্বনি কো হয়। কো এবং ড়ি দুটি একাক্ষর হিসেবে উচ্চারিত হয়।]
শব্দ-উৎস:
১. সংস্কৃত कपर्द्दिका (কপর্দ্দিকা)>প্রাকৃত কৱড্ডিআ>করড্ডিয়া>বাংলা কউড়িআ, কৌড়ি, কড়ি।
পদ: বিশেষ্য১.১. ঊর্ধ্বক্রমবাচকতা {গ্যাস্ট্রোপোডা | মোলাস্কা | অমেরুদণ্ডী প্রাণী | প্রাণী | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
অর্থ: মোলাস্কা পর্বের এক প্রকার সামুদ্রিক প্রাণী। এই প্রাণীর শক্ত খোলসকে কপর্দ্দ বলা হয়। [দেখুন: কড়ি (জীববিজ্ঞান)]
সমার্থক শব্দাবলি: কড়ি, কপর্দ।
ইংরেজি: Cowry, cowrie
১.২. ঊর্ধ্বক্রমবাচকতা {| বিনিময়-মাধ্যম | মানদণ্ড | অভিসম্বন্ধ | নির্দেশক | সঙ্কেতচিহ্ন | যোগাযোগ | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা |}
অর্থ : এমন কোনো মাধ্যম, যার দ্বারা সকল দ্রব্যের বিনিময় মান নির্ধিরত হয় এবং ওই মাধ্যমের মান সবার কাছে গ্রহণযোগ্যতা পায়। ফলে ওই বিনিময় মাধ্যম সঞ্চয়ের বাহন হিসেবে কাজ করে। সুনির্দিষ্ট একটি দেশের বিচারে এই মাধ্যমের মান রাষ্ট্রীয়ভাবে নির্ধারিত থাকে। প্রাচীন ভারতে মোলাস্কা পর্বের কপর্দ নামক প্রাণীর খোলসকে দ্রব্য বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহৃত হতো। কালক্রমে মুদ্রার অপর নাম হয়ে দাঁড়ায় কপর্দ।
দেখুন : মুদ্রা (অর্থনীতি)
সমার্থক শব্দাবলি: অর্থ, কড়ি, কপর্দ, মুদ্রা, টঙ্ক, টাকা।
ইংরেজি: Cowry, cowrie
যৌগিক শব্দাবলি:পূর্বপদ: কড়িখেলা, কড়িপিশাচ
পরপদ: কানাকড়ি, টাকা-কড়ি।প্রত্যয়জাত শব্দ: কড়িওয়ালা, কড়িয়াল।
বাগধারা: কড়ি-কপালে (অর্থভাগ্য বেশ ভালো)।
২. হিন্দি काँडी (কাঁড়ী), কড়ী>বাংলা কড়ি।
পদ: বিশেষ্যঊর্ধ্বক্রমবাচকতা {কাঠামোগত-উপকরণ | ভারবাহক | ডিভাইস | যন্ত্রকরণতা | মানবসৃষ্টি | সমগ্র | দৈহিক লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
অর্থ: স্থাপত্যকর্মের একটি পারিভাষিক শব্দ। সাধারণত একটি বা দুটি স্তম্ভের উপরে স্থাপিত এমন এক ধরনের আনুভূমিক কঠিন অবলম্বন, যা অন্য কোনো বস্তুর ভার বহন করে। [বিস্তারিত]সমার্থক শব্দাবলি: অন্যান্য নাম: আড়কাঠ, আড়া, কড়ি, কড়িবর্গা।
ইংরেজি: Beamবাগধারা: কড়িকাঠ গোনা (অলস সময় বা বিরক্তিকর সময় কাঠানো)
৩. সংস্কৃত कटुक (কটুক)>প্রাকৃত কড়ুঅ>কড়া>কড়ি>বাংলা কড়ি।
পদ: বিশেষণ।
অর্থ: যা সাধারণ মানের চেয়ে চড়া। সঙ্গীতে যে স্বর স্বাভাবিক স্বরের চেয়ে কিছুটা চড়া।
সমার্থক শব্দাবলি: অকোমল, কড়ি, তীব্র।
উদাহরণ: কড়ি মধ্যম। আকার মাত্রিক স্বরলিপি অনুসারে, এর সঙ্কেত হ্ম।
সূত্র :
ব্যবহারিক শব্দকোষ। কাজী আব্দুল ওদুদ। প্রেসিডেন্সী লাইব্রেরী