খানকি
বানান্ বিশ্লেষণ: খ্+আ+ন্+অ+ক্+ই
উচ্চারণ:
kʰan.ki (খান্.কি)
শব্দ-উৎস: আরবি খানগী> বাংলা খানকি সংস্কৃত কর্ম্মী> বাংলা কর্মী
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { কর্মী | ব্যক্তি | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা | }
অর্থ: যৌনকর্মকে যিনি পেশা হিসেবে গ্রহণ করেছেন এমন কর্মী।
সমার্থক শব্দাবলি: খানকি,ছিনাল,  ছেনাল, গণিকা, গণেরুকা, দেহোপজীবিনী, নটী, নটিনী, বারাঙ্গনা, বারবধূ, বারবিলাসিনী, পতিতা, বেশ্যা, ভ্রষ্টা, যৌনকর্মী, রাণ্ডী, রূপোপজীবিনী, হট্টবিলাসিনী।