খর

বানান বিশ্লেষণ: খ্+অ+র্+অ
উচ্চারণ :
kʰɔr (খর্)।

শব্দ-উৎস: সংস্কৃত  খরঃ>বাংলা
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: (শব্দ)+
রা (গ্রহণ) + অ (ক)

পদ: ১ বিশেষণ
অর্থ: তীব্রভাবে যা স্পর্শ করে।
সমার্থক শব্দাবলি:

১. খর, তীব্র, প্রচণ্ড, প্রবল।
উদাহরণ: খরবায়ু, খরস্রোত

বিপরীত শব্দাবলি: মধুর, মন্দ, মৃদু।


২. খর, তীক্ষ্ণ, ধারালো
উদাহরণ: খর তরবারি

 

৩. উগ্র, খর
উদাহরণ: খর স্বভাব

 

৪. কর্কশ, খর, কঠোর, পরুষ, কটু
উদাহরণ: খর বাক্য, খর কথন

 

৫. ঝাঁঝালো, তেজাল
উদাহরণ: খর চুন

 

৬. তাপের তীব্র দশা।
সমার্থক শব্দাবলি: উষ্ণ, খর, গরম
 

যুক্তশব্দ:

  

পদ: ২ 
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { পৌরাণিক সত্তা | কাল্পনিকসত্তা | কল্পনা | সৃজনশীলতা | দক্ষতা | জ্ঞান | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}

 

হিন্দু পৌরাণিক গ্রন্থ রামায়ণের মতে জনৈক রাক্ষস লঙ্কার অধিপতি রাবণ-এর  বৈমাত্রেয় ভ্রাই বিশ্রবা মুণির ঔরসে রাকার গর্ভে ইনি এবং এঁর ভাই দূষণের জন্ম হয়েছিল রাবণের বোন সূর্পণখা বিধবা হলে, এঁরা রাবণের আদেশে তাঁর তত্ত্বাবধায়ক হিসাবে নিযুক্ত হন

খর ১৪ হাজার রাক্ষসসৈন্য ও সূর্পনখাকে নিয়ে দণ্ডকারণ্যে বসবাস করতেন
পঞ্চবটী নামক বনটি খরের অধীনস্থ ছিল রাম, লক্ষ্মণ ও  সীতা বনবাসী হলে, তাঁরা এই পঞ্চবটী বনে কুটির নির্মাণ করে বসবাস শুরু করে এই সময় সূর্পণখা অত্যন্ত কামাতুরা হয়ে, লক্ষ্মণের কাছে অবৈধ যৌন-সম্পর্ক স্থাপনের চেষ্টা করলে, লক্ষ্মণ তাঁর নাক ও কান কেটে দেয় এই সংবাদ পাবার পর, খর রাম-লক্ষ্মণকে আক্রমণ করলে, এঁরা খরকে হত্যা করেন