১. ধীরে ধীরে গুণমান, পরিমাণ, আয়তন ইত্যাদি কমে যাওয়া
সমার্থক শব্দাবলি: কমে যাওয়া, ক্ষয়, হ্রাস
বিপরীতার্থক শব্দ: অক্ষয়
২. ক্ষমতা বা শক্তি বিনষ্ট
সমার্থক শব্দাবলি: ধ্বংস, বিনাস, নাশ (শত্রুক্ষয়, লোকক্ষয়)
৩. ক্ষতি হয় এমন দশা
সমার্থক শব্দাবলি: ক্ষতি, হানি (ধনক্ষয়, বিভবক্ষয়)
৩. অপচয় করা
সমার্থক শব্দাবলি: অপচয়, বিনষ্ট (অর্থক্ষয়, স্বাস্থ্যক্ষয়)
বিপরীতার্থক শব্দ: বৃদ্ধি
৪. জীবনী শক্তি নষ্টকারী রোগ।
সমার্থক শব্দাবলি: যক্ষ্মা রোগ, ক্ষয় রোগ।