মালী
বানান বিশ্লেষণ:
ম্+আ+ল্+ঈ
উচ্চারণ :
ma.li
(মা.লি)।
শব্দ-উৎস:
সংস্কৃত
মালী>বাংলা
মালী।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
মাল { মা +√লা (গ্রহণ করা) +অ (ক), কর্তৃবাচ্য} +ইন্ (ইনি)}
পদ:
১. বিশেষ্য
অর্থ: ফুল, রত্ন ইত্যাদি দ্বারা গ্রথিত অলঙ্কার বিশেষ।
সমার্থক শব্দাবলি: মালা, মালী, মাল্য।
যৌগিক পদ:
অর্থ: যে বাগানের পরিচর্চা করে।
হিন্দু পৌরাণিক কাহিনী মতে- জনৈক রাক্ষস বিশেষ। বেদবতীর গর্ভে এবং সুকেশ রাক্ষসের ঔরসে ইনি জন্ম গ্রহণ করেন। এর অপর দুই ভাইয়ের নাম সুমালী ও মাল্যবান। সুমালী চরিত্রের সাথে এঁর সম্পর্কে আলোচনা করা হয়েছে।
বিশেষণ: মাল্যবান, মাল্যযুক্ত
সূত্র :