মুসলমান
বানান্ বিশ্লেষণ: ম্ +উ+স্+অ+ল্+অ+ম্+আ+ন্+অ।
উচ্চারণ:
mu.sɔl.man (মু.সল্.মান)
শব্দ-উৎস: আরবি মুসলিম> ফার্সি মুসলমান> বাংলা মুসলমান
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {ধর্মাবলম্বী | ব্যক্তি | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা | }
অর্থ: ইসলাম ধর্মের অনুসারীদেরকে মুসলমান বলা হয়।
সমার্থক শব্দাবলি: মুসলিম, মুসলমান।