নাশক
বানান বিশ্লেষণ: ন্+আ+শ্+অ+ক্+অ।
উচ্চারণ:
d̪na.ʃok
(না.শোক্)
শব্দ-উৎস:
সংস্কৃত
নাশক>
বাংলা নাশক
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
√
নাশি=
{√
নশ্
+ই
(ণিচ)}+
অক
(ণ্বুল),
কর্তৃবাচ্য
পদ:
বিশেষণ
অর্থ: যে বা যা
নাশ (ধ্বংস) করে।
সমার্থক শব্দাবলি:
ধ্বংসকারী, নাশক, নাশকারী।
যুক্তশব্দ:
সূত্র :
- বঙ্গীয় শব্দকোষ (প্রথম খণ্ড)। হরিচরণ বন্দ্যোপাধ্যায়। সাহিত্য
অকাদেমী। ২০০১।
- বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমী, ঢাকা, মার্চ
২০০৫।
- বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম খণ্ড)। জ্ঞানেন্দ্রমোহন দাস। সাহিত্য
সংসদ। নভেম্বর ২০০০।
- সরল বাঙ্গালা অভিধান (সপ্তম সংস্করণ, নিউবেঙ্গল প্রেস ১৯৩৬)।
সুবলচন্দ্র মিত্র।