প্রাপ্তি
বানান বিশ্লেষণ: প্+র্+আ+প্+ত্+ই
উচ্চারণ:
prap.t̪i (‌প্রাপ্ .তি)
শব্দ-উৎস: সংস্কৃত প্রাপ্তি> বাংলা প্রাপ্তি
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: প্র+{আপ্ (প্রাপ্তি)+
তি (ক্তিন্), ভাববাচ্য}
পদ: বিশেষ্য
অর্থ:
পাওয়ার কাজ সম্পন্ন হয়েছে এমন দশা
সমার্থক শব্দাবলি: পাওয়া, প্রাপ্তি

যুক্ত শব্দ: