রাতি
বানান বিশ্লেষণ : র্+আ+ত্+ই
উচ্চারণ:
রা.তি (
ra. t̪i)
শব্দ-উৎস: সংস্কৃত রাত্রি > প্রাকৃত  রত্তি>বাংলা> রাতি।
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { সময়-একক | মাপ| বিমূর্তন| বিমূর্ত-সত্তা | সত্তা |}
অর্থ: নক্ষত্র দ্বারা গ্রহাদির আলোকিত দশাকে বলা হয় দিন।  পক্ষান্তরে আলোকিত অংশের বিপরীত দিকে অবস্থিত অন্ধকার দশাকে বলা হয় রাত্রি।
সমার্থক শব্দাবলি: নিশি, বিভাবরী, রজনী, যামিনী, রাত, রাতি, রাত্রি

সূত্র: