রিপু
বানান বিশ্লেষণ: র্+ই+প্+উ
উচ্চারণ:
ri.pu  (রি.পু)।

শব্দ-উৎস:  সংস্কৃত রিপু>বাংল রিপু

রূপতাত্ত্বিক বিশ্লেষণ: রপ্ (কথন)+উ (কু), কর্তৃবাচ্য}

পদ: বিশেষ্য

১. ঊর্ধ্বক্রমবাচকতা  {| প্রতিপক্ষ | প্রতিদ্বন্দ্বী | ব্যক্তিসত্তা | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
অর্থ: যে কোনো ক্ষতিকারক প্রতিপক্ষ, যাকে পরাজিত করার মধ্য দিয়ে নিজেকে রক্ষা করার প্রয়োজন পরে।
সমার্থক শব্দাবলি:
অরাতি, অরি, রিপু, শত্রু।
ইংরেজি:
foe, enemy


যুক্তশব্দ:

২. প্রবৃত্তি। রিপুর সংখ্যা ছয়টি। এগুলো হলো- কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য।
সমার্থক শব্দাবলি:  প্রবৃত্তি, রিপু।
 

যুক্তশব্দ:


সূত্র :