অরাতি
বানান বিশ্লেষণ: +র্+আ+ত্+ই
উচ্চারণ : o.ra..
i (.রা.তি)।

শব্দ-উৎস: সংস্কৃত  রাতি>বাংল রাতি
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
রা (দান করা) +তি (ক্তিন্), কর্তৃবাচ্য
পদ:
বিশেষ্য

 ঊর্ধ্বক্রমবাচকতা  {| প্রতিপক্ষ | প্রতিদ্বন্দ্বী | ব্যক্তিসত্তা | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}অর্থ: যা অনুকূল্য বা সুখ প্রদান করে না, এই অর্থে শত্রুকে অরাতি বলা হয়।
সমার্থক শব্দাবলি: অরাতি,
অরি, রিপু, শত্রু।
ইংরেজি:
foe, enemy

যুক্তশব্দ:


সূত্র :