রূপ
বানান্ বিশ্লেষণ: র্+ঊ+প্+অ
উচ্চারণ:
rup (রূপ্)
শব্দ-উৎস: সংস্কৃত রূপ> বাংলা রূপ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
রূপ্ (রূপযুক্ত করা)+ অ (অচ্), কর্মবাচ্য
পদ: বিশেষ্য

১. অর্থ: কোন বিষয়ের অরূপগত ধারণা থেকে যে রূপ-নিদর্শন কল্পনা করা হয় ।
সমার্থক শব্দ: আকার, আকৃতি।
ইংরেজি:
shape, form

২. অর্থ: চৈতন্যকে আনন্দ দেয় এমন বৈশিষ্ট্যমণ্ডিত গুণ।
সমার্থক শব্দ: সৌন্দর্য, রূপ, লাবণ্য
উদাহরণ: একি অপরূপ রূপে মা তোমার হেরিনু পল্লী জননী।
ইংরেজি:
beauty

৩ . অর্থ: কিছু সাধারণ গুণ বা চারিত্রিক বৈশিষ্ট্য দিয়ে বিশেষভাবে শনাক্ত করা যায় এমন একটি বিন্যাস-প্রকরণ।
সমার্থক শব্দ: ধরন, মন, মত, রকম, রূপ, প্রকার
উদাহরণ: এ রূপ কথা কখনো বাপের জন্মেও শুনি নি।
ইংরেজি:
kind, sort, form, variety


সূত্র: