সাজসজ্জা
বানান বিশ্লেষণ: স্+আ+জ্+অ
উচ্চারণ:
ʃaɟ (শাজ্ )
শব্দ-উৎস: ফার্সি সাজ+ সংস্কৃত সজ্জা> বাংলা সাজসজ্জা
পদ : বিশেষ্য
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: সাজের (সজ্জিত করার উপকরণ) সজ্জা (বিন্যাসন)/ ষষ্ঠী তৎপুরুষ সমাস
অর্থ: দেহশ্রী বা মুখশ্রীকে নান্দনিকভাবে উপস্থাপনের উপযোগী করার কার্যক্রম।
সমার্থক শব্দাবলী: মেকআপ, সাজগোজ, সাজসজ্জা

সূত্র: