সন্তুষ্ট
বানান বিশ্লেষণ: স্+অ+ন্+ত্+উ+ষ্+ট্+অ
উচ্চারণ:
ʃon.t̪uʃ.ʈo [শোন্.তুশ্.টো]
শব্দ-উৎস:
সংস্কৃত তুষ্ট> বাংলা তুষ্ট
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: সম্-
তুষ্ (তৃপ্ত হওয়া) + ত (ক্ত), কর্তৃবাচ্য
পদ: বিশেষণ
অর্থ:
যিনি আনন্দযুক্ত বা  ৃপ্ত দশায় আছেন।
সমার্থক শব্দাবলি:
আনন্দযুক্ত, আনন্দিত, আনন্দী, আহ্লাদিত, খুশি, তুষ্ট তৃপ্ত, প্রীত, প্রীতিযুক্ত, সন্তুষ্ট, হর্ষযুক্ত, হৃষ্ট, হ্লাদিত, হ্লাদী
সূত্র :